Why we want our voice to be heard?

Pages

Friday, December 23, 2011

পার্বত্য চুক্তি বাস্তবায়নে চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

-------------------------------------------------------------------------------------

We wonder how long will it take to implement Peace Accord? Another 14-15 years more!! It has been mentioned as one of the first priorities, since it was signed by BD Govt. Decades passed now, but we see no major development!! Or it is another false promise made by Honorable Prime Minister of BD?

-chtnewsupdate team
------------------------------------------------------------------------------------

পার্বত্য চুক্তি বাস্তবায়নে চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

তারিখ: ২২-১২-২০১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা পার্বত্য অঞ্চলের সর্বত্র এই সংবাদ পৌঁছে দিন যে শান্তিচুক্তি বাস্তবায়ন আমাদের অন্যতম অগ্রাধিকার।’ তিনি বলেন, তাঁর সরকার দেশের অন্যতম সম্পদশালী ও মনোরম পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় চুক্তি বাস্তবায়নে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবনে বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নের বিষয় তদারকির জন্য জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। তিনি বলেন, ‘আমরা এ কর্মসূচি থেকে পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের সুফল নিশ্চিত করতে চাই।’
শেখ হাসিনা জেলা পর্যায়ে উন্নয়ন ও সাংগঠনিক বিষয় এবং এ ব্যাপারে দিক-নির্দেশনা দিতে মতবিনিময়ের জন্য জেলা নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি পর্যায়ক্রমে সব জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এবং স্থানীয় সাংসদ ও বান্দরবান জেলা আওয়ামী লীগের বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বৈঠকে যোগ দেন।
সাজেদা চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, দীপু মনি, মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ ও দলের জ্যেষ্ঠ নেতারা সভায় উপস্থিত ছিলেন।
বাসস।

------------------------------------------------------------------------

No comments:

Post a Comment